শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীর দুই ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে মরিচপুরান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব।
কর্মসূচীতে নালিতাবাড়ী ও মরিচপুরান ইউনিয়নের ৪০ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রথম পর্যায়ে এদের পুনর্বাসনের জন্য ১০ টি ভ্যান গাড়ী, একটি বাড়ি একটি খামার প্রকল্পেরঅন্তৃভ’ক্ত করতে প্রত্যেককে ৪ হাজার ৮ শ’ টাকা করে দু’ বছরের সঞ্চয়ের টাকা, একটি করে শাড়ী , একটি করে লুঙ্গি প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা করেন আগামী এক বছরের মধ্যে ওই দু’টি ইউনিয়ন ভিক্ষুক মুক্ত হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান , সহকারী কমিশনার (ভ’মি) লুবনা শারমীন, সংশ্লিষ্ট দুই চেয়ারম্যান সহ অন্যরা উপস্থিত ছিলেন।