শেরপুরের নালিতাবাড়ীতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) শিক্ষা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সনাক সভাপতি এনএম সাদরুল আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য জোবায়দা খাতুন। আরো বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, সনাক সদস্য মোজাম্মেল হক, মকবুল হোসেন, আবুল হোসেন খান প্রমুখ।
এ সভায় সনাকের পক্ষ থেকে টিআইবির চলমান প্রকল্প ‘বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্চ (বিবেক)’ এর শিক্ষা খাতে সনাক-টিআইবি এর কার্যক্রমের ফলাফল পর্যালোচনা করা হয়। টিআইবি’র এরিয়া ম্যানেজার এসএম আতিকুর রহমান সুমন জানান, বিবেক প্রকল্পে সনাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মা, শিক্ষক, এসএমসি, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির কাজ করেছে। টিআইবির বর্তমান প্রকল্প ‘বিবেক-২’ এ গত প্রকল্পের কার্যক্রমের ফলোআপ আব্যাহত রাখবে।
নালিতাবাড়ী উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেছা রূপনারায়নকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সনাকের কাজের ফলে উলেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে উলেখ করেন। এজন্য তিনি সনাক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানান।
এসময় সভাপতি এনএম সাদরুল আহসান বলেন, আমরা মনে করি শিক্ষা কর্তৃপক্ষ, শিক্ষক, এসএমসি, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে সকলের সমন্বিত উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবো।