শেরপুরের নালিতাবাড়ীতে ২০ জুন মঙ্গলবার দরিদ্র অসহায় ও দুঃস্থদের মাঝে যাকাতের শাড়ী-লুঙ্গি বিতরন করা হয়েছে। পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো: আজাদ মিয়া তার আন্ধারুপাড়াস্থ নিজ বাড়িতে নিজ তহবিল থেকে ৫০০ জনের মাঝে এসব শাড়ী ও লুঙ্গি বিতরন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আলহাজ্ব আব্দুস সবুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল সুরুজ্জামান, ইউপি সদস্য রাবেয়া বেগম, ফিরোজা বেগম, সাবেক ইউপি সদস্য রুস্তম আলী, সমাজ সেবক সুলতান আহমেদ, জামিল আহমেদ বাবুল, হাফেজ মো: আব্দুল্লাহ, মসিউর রহমান, আবু সাঈদ প্রমুখ। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।