সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে বর্ধিত সভা শুরু করেছে নালিতাবাড়ী উপজেলা যুবলীগ। এরই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বারমারী বাজারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া। অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল উদ্দিন সরকার, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনুসহ স্থানীয় যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।