শেরপুরের নালিতাবাড়ীতে মরিচপুরান দাখিল মাদরাসা সুপার মাওলানা ইব্রাহীম খলিলকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছেন ওই মাদরাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলকাবাসী। বুধবার (২৩ মার্চ) দুপুরে মাদরাসা সংলগ্ন পাকাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা উল্লেখ করেন, সুপার ইব্রাহীম খলিল অনেক দিন যাবত মাদরাসায় নিয়মিত আসেন না। সম্প্রতি মাদরাসার ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার থেকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন উপজেলার একাডেমিক সুপারভাইজার শাহজামালকে। একাডেমিক কর্মকর্তা সুপারের মনমত কমিটি ঘোষণা না করায় সুপার ইব্রাহীম একই স্বাক্ষরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে উপজেলা সমবায় অফিসার প্রণব চন্দ্র ভট্রাচার্য্যকে দায়িত্ব দেন। পরে তফসিল, খসড়া ভোটার ও চুড়ান্ত ভোটার তালিকা নিয়ম অনুযায়ী প্রকাশ না করে সুপারের মনগড়া মত করে বোর্ডে প্রেরন করেন। এই কার্যক্রম প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবসহ এলাকার কেউ জানেন না। নিজের ইচ্ছামত মনগড়া একের পর এক কাজ করে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা।
মাদরাসার সাবেক সভাপতি মঞ্জুরুল বলেন, সুপার ইব্রাহীম খলিল বরাবরই উপজেলা প্রশাসনকে মিথ্যা মনগড়া তথ্য দিয়ে মাদরাসার শৃংখলা বিনষ্ট করে আসছেন। ফলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং মিথ্যাবাদী সুপারের অপসারন দাবি জানান তিনি।
এ সকল বিষয়ে বক্তব্য জানতে মাদরাসা সুপার ইব্রাহীম খলিলের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ওই মাদরাসার এডহক কমিটির আহবায়ক ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, কাগজপত্র দেখে কিছু গড়মিল পাওয়া যাচ্ছে আমি রেজিষ্টার দেখে গড়মিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এই মানববন্ধনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।