শেরপুরের নালিতাবাড়ীতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোখলেস (৩২) নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে শ্যালু ইঞ্জিন চালিত ৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সাজাপ্রাপ্ত মোখলেস উপজেলার রাজানগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের আব্বাস আলীর ছেলে। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ গ্রামে বালু ব্যবসায়ীরা চেল্লাখালি নদী থেকে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে জনজীবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ৮টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ী দিয়ে পিটিয়ে ধ্বংস হয়। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকায় মোখলেস নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে উত্তোলিত বালু জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানট্রলি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।