শেরপুরের নালিতাবাড়ীতে করোনা পরিস্থিতিতে রমজান উপলক্ষে জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, প্রাণি সম্পদ কর্মকর্তা মতিউর রহমানসহ পোল্ট্রি ও ডেইরী এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রী ফার্মার্স এসোসিয়েশন (বিপিএফএ) এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে প্রতিদিন চারটি ব্যাটারিচালিত ভ্রাম্যমান অটো ভ্যানগাড়ী দিয়ে নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্নস্থানে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঘুরে ঘুরে প্রণিজ পণ্য দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। ক্রেতাগণ এ থেকে ন্যায্য পাইকারী দামে এ সকল পণ্য ক্রয় করতে পারবেন।