ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকালে পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে এ চাল বিতরন করা হয়। নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. আজাদ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরনী অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব হাফেজ উদ্দিন, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কৃষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউপি সদস্য ফিরোজা বেগম, রাবেয়া বেগম, নবী হোসেন, হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান ও আবুবকর সিদ্দিক সজীব প্রমুখ।
এতে ওই ইউনিয়নের ১ হাজার ৫১ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হয়।