শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় রেজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৬ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার গোবিন্দ কালীনগর এলাকার মৃত. জাফর আলীর মেয়ে এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় কয়েক জন উপজেলা পরিষদ চত্তরের পুকুরে গোসল করতে যান। এসময় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি রেজিয়া বেগমের বলে তার পরিবার নিশ্চিত করে। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান। পুলিশ ধারণা করছে, রেজিয়া পুকুরে গোসল করতে যাওয়ার পর হয়তো পানিতে ডুবে মারা গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্ককর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসাপতালের মর্গে পাঠানো হয়েছে।