শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে খলিল মিয়া ওরফে ফকির (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ছিটপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। ৩ সন্তানের জনক নিহত খলিল ইজিবাইক চালিয়ে দারিদ্রতার সাথে লড়াই করে জীবিকা নির্বাহ করছিল।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে খলিল ইজিবাইক চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ আছে কি না তা টেস্টার দিয়ে দেখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।