শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃহষ্পতিবার রাত ১১টার দিকে বিদ্যুৎস্পষ্টে কামাল হোসেন (৪৫) নামে এক পল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর নাকশি গ্রামের নায়েব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাতে দিকে কামাল হোসেন তার বাড়ির পাশে পল্ট্রি ফার্মে কাজ করতে যান। রাত ১১টার দিকে তার স্ত্রী খাবার নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিদ্যুৎস্পষ্টের কারণের তার হাতের ডান কনুই পুড়ে গেছে বলে জানা গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।