শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ প্রতিদিনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক অালোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান অাছমত অারা আসমা, পৌরসভার মেয়র অাবু বক্কর সিদ্দিক, প্রথম আলোর প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে উপজেলা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।