শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে বন্যশুকর শিকার করতে গিয়ে আজ ৩ এপ্রিল সোমবার দুপুরে আন্ধারুপাড়া গ্রামের বিনয় সাংমা (২৮) নামের এক গারো উপজাতি যুবক গুরতর আহত হয়েছেন। সে ওই গ্রামের লেবেন চিসিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ডেবিট রাংসা জানান, সোমবার সকালে প্রায় ২০/২৫ জনের একদল গারো উপজাতি শিকারী পাটের রশি দিয়ে তৈরি ফাঁদ পেতে বন্যশুকর শিকার করতে নাকুগাঁও স্থলবন্দর এলাকায় যায়। ওই এলাকার পশ্চিম পাশের কৃষ্ণনাথ পাহাড়ে ফাঁদ পেতে সকলে মিলে শুকরটিকে ধাওয়া করে। একপর্যায়ে ওই শুকরটি ফাঁদ থেকে ছুটে যাওয়ার সময় বিনয়সহ সঙ্গীয়রা বল্লম দিয়ে শুকরকে আঘাত শুরু করে। এ সময় শুকরটিও পাল্টা আক্রমন করে। এতে বিনয় সাংমার শরীরের ৮টি স্থানে কাটাযুক্ত জখম হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় বারমারী খ্রিস্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান তারা।
হাসপাতালের প্রধান চিকিৎসক সিষ্টার ব্যাপ্তিস্তা রেমা জানান, বিনয়ের শরীরের ৮টি স্থানে কমপক্ষে ৪০টি সেলাই দেয়া হয়েছে। সে এখনও ঠিকমতো কথা বলতে পারছে না। এমনকি এখনও শংকামুক্ত নয়। উন্নত চিকিৎসার জন্য হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
উপজাতি নেতা ও ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যার মি. লুইস নেংমিনজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি গারো পাহাড়ে বন্যহাতি ও শুকরের তান্ডব বেড়ে গেছে। মাঝ মধ্যে বোরো ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে। তবে শুকর শিকারের সময় বিনয় বন্যশুকরের আক্রমনে যেভাবে আহত হয়েছে তাতে তার পরিবারসহ আমরাও বেশ চিন্তিত। শিকারকৃত শুকরটি ৩ মণ (১২০ কেজি) হবে বলেও তিনি উল্লেখ করেন।