শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারজানা মিলকি, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর জেলা প্রতিনিধি রোমানা আফরোজ, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর মাঠ সমন্বয়কারী মাধবী রানী প্রমুখ। অনুষ্ঠানে যুব সমাজের শতাধিক নারী ও পুরুশ অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহনকারীদের মাঝে ফল গাছের চারা বিতরণ করা হয়।