শেরপুরের নালিতাবাড়ীতে ‘সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দুস্থ, অসহায় ও বিধবাদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দিনব্যাপী ‘সাস্থ্যসেবা সমাজ উন্নয়ন সংস্থা’র মহাসচিব আরিফুর রহমান সুজনের আয়োজনে তারাগঞ্জ দক্ষিণ বাজার সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ মেডিকেল চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল সেবা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দলিল উদ্দিন, ব্যবসায়ী নেতা নূরুল আমীন, ব্যবসায়ী ইউছুফ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ‘সাস্থ্যসেবা সমাজ উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান ডাঃ ফারহানা খন্দকার (গাইনি বিশেষজ্ঞ)। পরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসাসেবা প্রদান করেন- ডাঃ ফাহাদ রহমান (সার্জারী), ডাঃ সেলিম আহমেদ (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ শারমিন আক্তার (মেডিসিন)।