শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শাখার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মুখে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নালিতাবাড়ী উপজেলার শাখার সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষকদের পক্ষে দাবী-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নালিতাবাড়ী শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক সুমন আহমেদ প্রমুখ।
এ মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। পরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।