শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের বেতনভাতা ১১তম গ্রেডে উন্নীতকরনের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি মাসুদ কবিরের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এতে শিক্ষকদের পক্ষে দাবী তোলে ধরে বক্তব্য রাখেন- সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ, শিক্ষেক নেতা আবুল কালাম আজাদ, ফিরোজ আল মামুন, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম ও নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিকের প্রার্থী হাজী মোশারফ হোসেন ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোকছেদুর রহমান লেবু শিক্ষকদের মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।