শেরপুরের নালিতাবাড়ীতে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন প্রবাসীর ওই স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে জোবায়েদ হোসেন নামে এক যুবককে শুক্রবার (৬ ডিসেম্বর) গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নন্নী ইউনিয়নের সালেহাবাদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী আহসান হাবীবের স্ত্রী দুই সন্তানের জননী ছোট ছেলেকে সাথে নিয়ে নিজঘরে একাকী ঘুমিয়েছিলেন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত তিনটার দিকে মোবাইলে সম্পর্কের সূত্রধরে একই গ্রামের জাকির হোসেনের ছেলে জোবায়েদ ওই গৃহবধূ তরুণীর ঘরে যায়। এসময় ওই গৃহবধূ জাকির হোসেনকে ভেতরে আটকে ঝাপটে ধরে চেচামেচি শুরু করলে জোবায়েদ বের হওয়ার চেষ্টাকরে ও উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরুহয়। ততক্ষণে বাড়ির অন্যরা জেগে উঠে এবং জোবায়েদকে আটক করে। খবর পেয়ে গ্রাম পুলিশ গিয়ে আটক যুবককে ভোরে শুক্রবার পুলিশে সোপর্দ করে।
পরে শুক্রবার তরুণী ওই গৃহবধূ বাদী হয়ে জোবায়েদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নালিতাবাড়ী মামলা থানায় মামলা দায়ের করেন।
তবে গ্রেফতার জোবায়েদ জানায়, মোবাইলে সম্পর্কের সূত্রধরে ওই গৃহবধূই তাকে নিজ ঘরে ডেকে এনে আটক করে। প্রায় ছয় মাস যাবত মোবাইলে যোগাযোগ হতো বলে স্বীকার করে ওই গৃহবধূ জানান, জোবায়েদ তাকে সব সময় কু-প্রস্তাব দিত।
এদিকে, এলাকাবাসী জানান, কিছুদিন আগেও আরেক যুবক একই গৃহবধূর সাথে অনৈতিক অবস্থায় ধরা খেলে ওই যুবককে এক লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেন স্থানীয় মাতব্বররা।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করে যুবককে গ্রেফতার করা হয়েছে।