You dont have javascript enabled! Please download Google Chrome!

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে ১৬ অক্টোবর সোমবার দুপুরে ফাতেমা জান্নাত তৃপ্তি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুস মাষ্টারের কণ্যা এবং স্থানীয় পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের পিতা আব্দুল কুদ্দুস মাষ্টার জানান, সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাংলা দ্বিতীয় পত্রের টেষ্ট পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। আসার পর বেলা ৩ টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেলেও ঘরে ফিরে না আসায় তার মা মনোয়ারা বেগম পুকুর ঘাটে খোঁজ নিতে যায়। এসময় দেখে তার মেয়ে তৃপ্তি পানিতে ডুবে আছে। পরে তার ডাকচিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে তৃপ্তিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শেরপুর টাইমস/ বা.স

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!