শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটা ও মাড়াইযন্ত্র কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে ১২টি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।
কৃষি অফিস সুত্র জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি হবে যান্ত্রিকীকরণ, বাণ্যিজিকীকরন ও লাভজনক এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে সরকার হাওর অঞ্চলে ৭০% ও সমতলে ৫০% ভর্তুকীমুল্যে উন্নয়ন সহায়তার আওতায় আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবারাহ করছে। ফলে এসব যন্ত্রের সাহায্যে কৃষকরা অল্প খরচে ও কম সময়ে শ্রমিক সংকট কমিয়ে ধান কর্তন, মাড়াই এবং বস্তাবন্দি করার কাজ করতে পারবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকেও কৃষকরা তাদের ফসল রক্ষা করতে পারবে। সে লক্ষে নালিতাবাড়ী উপজেলার জন্য ২০২২-২০২৩ অর্থ বছরে বরাদ্ধকৃত ১৮ টি কম্বাইন হার্ভেস্টারের মধ্যে সোমবার ১২ টি কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরমেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।