‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লেখা থাকে, নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার (১৭ অক্টোবর) সকালে পৌর শহীদ মিনার চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী পৌরসভার ১৫ নং বিট পুলিশিং ও নালিতাবাড়ী থানার আয়োজন করে। সকালে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে একটি নির্যাতন বিরোধী র্যালি বের হয়ে শহরে সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে পৌর শহরের উত্তর বাজারস্থ শহীদ মিনার চত্বরে সমাবেশ হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নালিতাবাড়ী র্সাকেল মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। তিনি বলেন, ‘আমরা ছাত্র জিবনেই নারীর প্রতি অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। নালিতাবাড়ীতে র্ধষণের মত কোন ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া হবেনা। নারী নির্যাতনের ঘটনা ঘটতে দেবো না। আমরা সবার সহযোগিতা চাই।সহযোগিতা পেলে নালিতাবাড়ীকে আমরা শান্তির শহর হিসেবেই গড়ে তুলতে পারবো। ’ তিনি বলেন, ‘আমাদের সন্তানদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তাদের খারাপ কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে। র্ধষনেরমত এমন জঘন্য অপরাধ সর্ম্পকে যুবসমাজসহ মানুষকে সচেতন করতে হবে।তাহলে সমাজ হবে অপরাধমুক্ত। ’
প্রায় ঘণ্টাব্যাপী এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, নারী নেত্রী জোবায়দা হাবিব, কেয়া নকরেক, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নাজমুন নাহার, ব্যবসায়ী নেতা রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। সমাবেশে নালিতাবাড়ী সার্কেল অফিসের পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নে একই কর্মসূচি পালিত হয়েছে।