শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রাণঘাতী করোন ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করনের লক্ষে মানুষে মাঝে দুরত্ব বজায় রাখতে শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের ওষুধ, মুদি ও মনোহারী প্রতিটি দোকানের সামনে নালিতাবাড়ী থানা পুলিশ নিদ্রিষ্ট দুরত্ব বজায় রেখে মালামাল ক্রয় করতে গোল বৃত্ত অংকন করে দিয়েছেন।
থানা পুলিশ জানায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের থাবায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসের এখনো কোন প্রকার ওষুধ আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। এ রোগ থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যানিটাইজার দিয়ে বারবার হাত দোয়া, মাস্ক ব্যবহার করা এবং জনসমাগম স্থান এড়িয়ে চলে ঘরে অবস্থান করা। এই বিশ্বমানুষের সংকটকালীন সময়ে ছোঁয়াছে এই রোগ যাতে মহামারী আকারে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সেজন্য দোকানে অংকৃত থেকে গোল বৃত্তে দাড়িয়ে অপেক্ষা করে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, ব্যবসায়ী রহুল আমিন, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, রকিবুল ইসলাম প্রমুখ। এদিন জসসচেতনতা বৃদ্ধি ও মানুষে মানুষে দুরত্ব বজায় রাখতে শতাধিক দোকানপাটে পুলিশ গোল বৃত্ত অংকন করেন।