শেরপুরের নালিতাবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সংবাদ প্রাপ্তীর জন্য নালিতাবাড়ী উপজেলার প্রশাসনের উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে রেডিও ও হ্যান্ডমাইক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির জন্য রেডিও’র মাধ্যমে খবর শুনা একান্ত জুরুরী। পাশাপাশি দুর্যোগ প্রবণ এলাকার জনসাধারণকে সচেতন ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ওইসব খবর হ্যান্ডমাইকে দ্রুত প্রচার করা যায়। তাই ইউনিসেফ ময়মনসিংহ অঞ্চল থেকে প্রাপ্ত উপজেলার ১২টি ইউনিয়নে ১টি করে রেডিও ও একটি করে হ্যান্ডমাইক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) লুবনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন।