শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে বুধবার (১১ নভেম্বর) সকালে দুর্যোগের আদেশাবলী সম্পর্কে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সামর্থ্য প্রকল্প এই পর্যালোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সামর্থ্য প্রকল্পের কো-অর্ডিনেটর মি. বিকাশ ঘাগরা। আলোচনায় অংশ নেন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, পোড়াগাঁও ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কৃষক লীগের সভাপতি আবু সাইদ, ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তা মশিউর রহমান, ইউপি সদস্য নুর ইসলাম. নুরুল হক, সমাজ সেবক সুলতান আহমেদ, হাফেজ মো. আব্দুল্লাহ ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।