শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলজোরা ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) পৃষ্ঠপোষকতায় গঠিত ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের আয়োজনে ওই বিদ্যালয়ে শপথ দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়।
আয়োজিত দুর্নীতি বিরোধী কুইজ ও শপথ পাঠ অনুষ্ঠান উপলক্ষে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, টিআইবির এরিয়া ম্যানেজর আতিকুর রহমান সুমন, ইয়েস গ্রুপের দলনেতা আজমেরি আক্তার লিজা, সদস্য সানী ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থীদের শপথ পাঠ করান ইয়েস সদস্য আরজু মালা। শপথ শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।