শেরপুরের নালিতাবাড়ীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)‘র পৃষ্ট পোষকতায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে বিভিন্ন পেশার মানুষদের নিয়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি সনাক কার্যালয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম। পরে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণটি পরিচালনা করেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মোফাক্কার মোর্শেদ খান চৌধূরী ও এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন। প্রশিক্ষণে টিআই-টিআইবি, দুর্নীতি ও সুশাসন, সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনসহ বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এতে নালিতাবাড়ী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।