শেরপুরের নালিতাবাড়ীতে দুই ইয়াবা সেবনকারী মামা ভাগ্নেকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার (১ মে) দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকসেবী পৌর শহরের কাচারীপাড়া মহলার নূরুল ইসলাম ফরাজীর ছেলে আলম ফরাজীকে (২৫) ছয় মাস ও একই মহলার মজিবুর রহমানের ছেলে রাকিবুল হাসানকে (১৯) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে তিন যুবক মোটরসাইকেলযোগে উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের বৈশাখী বাজার অতিক্রম করছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ীর টহলরত বিজিবি সদস্যরা থামতে নির্দেশ দেন। কিন্তু যুবকরা নির্দেশ অমান্য করে পালিয়ে যেতে চান। তখন তাদেরকে বিজিবি সদস্যরা তাড়া করে দইুজনকে আটক করেন এবং অন্য একজন পালিয়ে যান।
এসময় আলম ফরাজী ও রাকিব মিয়ার দেহ তলাশী করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান আলম ফরাজীকে ছয় মাস ও রাকিবুল হাসানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে শুক্রবার থানা পুলিশের মাধ্যমে তাদেরকে শেরপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।