শেরপুরের নালিতাবাড়ীতে যৌথভাবে ধার করা টাকা দিয়ে সাজানো প্রায় ৩০ শতক জমির লাউ ক্ষেত কেটে ফেলেছে দূর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার পিঠাপুনি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের দরিদ্র দুই কৃষক মহর আলী ও শফিকুল ইসলাম ঋণ-ধার করে অনেক স্বপ্ন নিয়ে প্রায় ৭৫ শতক জমি এক বছরের মেয়াদী লীজ নিয়ে বাণিজ্যিকভাবে লাউ চাষ করেন। ইতিমধ্যেই লাউয়ের ফলন শুরু হয়েছিল। কিছু কিছু বিক্রিও শুরু করেছিলেন তারা। কিন্তু শনিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বত্তরা প্রায় ৩৫ শতক জমির প্রায় ৩ শতাধিক লাউ গাছ কেটে সাবাড় করে ফেলে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে অন্যের জমি মেয়াদী নিয়ে তারা লাউয়ের চাষ করেছিলেন। এরমধ্যে প্রায় অর্ধেক জমির ফলন ধরা লাউগাছ কেটে ফেলায় তারা চরম লোকসান গুণতে বসেছেন।