শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় আক্রাম হোসেন আসিফ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে বারমারী-তিনআনী বাজার মহাসড়কের বোনারপাড়া এলাকার কাজীবাড়ি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ বেকিকুড়া আমবাগান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আক্রাম হোসেন দক্ষিণ পলাশীকুড়া গ্রামের শাহ আলমের ছেলে খোকন মিয়ার কাছ থেকে প্রাইভেট পড়ে রাত সাড়ে আটটার দিকে নিজ সাইকেলযোগে প্রায় দেড় কিলোমিটার দুরে বেকিকুড়া নিজ বাড়ীতে ফিরছিল। এসময় তিনআনী-নন্নী এলাকা থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক বোনারপাড়া এলাকার কাজী বাড়ি নামকস্থানে পৌছলে সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় আসিফ। অন্ধকার রাত থাকায় আসিফকে চাপা দিয়েই ঘাতক ট্রাকটি সটকে পড়ে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে আসিফের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অসিফের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে।