শেরপুরের নালিতাবাড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম তাই আগামী ২ ডিসেম্বর স্পেনে অনুষ্ঠিতব্য কপ- ২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্র“ত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের গেইটের সামনে ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মানববন্ধন করেছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি সদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সনাকের সাবেক সভাপতি জোবায়দা খাতুন, সাংবাদিক আব্দুল মান্নান সোহেল, মাহফুজুর রহমান সোহাগ, ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন প্রমুখ।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক, স্বজন, ইয়েস, ইয়েসফ্রেন্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুধী ও সচেতন মহল।