শেরপুরের নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ স্থানীয়দের সাথে মাদক, জুয়া, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা করেছে।
নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ।
এসময় বক্তারা মাদক, জুয়া, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বিষদ আলোচনা করেন এবং অংশগ্রহনকারী সবাইকে সচেতন থাকতে বলেন। এসকল বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।