শেরপুরের নালিতাবাড়ীতে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা হাইস্কুল মাঠে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন রুপনারায়নকুড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় শুরু হয় এই ক্রিকেট আসর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং রুপনারায়নকুড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর আল মামুন। এসময় উপস্থিত ছিলেন জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নালিতাবাড়ী উপজেলার সভাপতি বিধান কর্মকার, সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের আহবায়ক সিদরাতুল মুনতাহা, সহকারি শিক্ষক জুবায়ের আহমেদ, ইউপি সদস্য সায়েদুল ইসলাম, হযরত আলী, আব্দুল মজিদ, নাজমুল হাসান, উপজেলা ছাত্রদল নেতা সায়েদুল ইসলাম, সাংবাদিক জাফর আহম্মেদ, এম. উজ্জ্বল, স্বেচ্ছাসেবী সংগঠনের সহ- সভাপতি নুরুজ্জামান, ইউপি সভাপতি আদনান সরকার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জহুরুল ইসলাম সুজন, রাসেল, ফাউন, ওয়াজ কুরুনী ও সোহেল প্রমূখ।
ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনকে জাগ্রত করে সমাজ থেকে মদ, জুয়া, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন অপকর্ম থেকে সোচ্ছার হতে চালু করা হয় এই টুর্নামেন্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বাঁছাইকৃত খেলোয়াড়দের নিয়ে শুরু হয় এই খেলা। উদ্বোধনী খেলায় ২ ও ৩ নং ওয়ার্ড ওয়ান এ এলিভেন বনাম ৪ ও ৮নং ওয়ার্ড শান্ত সুপার কিংস দলের মুখোমুখি হয়। খেলায় শান্ত সুপার কিংস ৭ উইকেটে জয় লাভ করে। অত্যান্ত দক্ষতার সাথে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সিদরাতুল মুনতাহা ও সেলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ইউনিয়নে বড় কোন আসর না চলায় ক্রিড়াপ্রেমিরা অনেকটা ঝিমিয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হেলেনা পারভীনের নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট চালু করা নির্দেশার আলোকে আমাদের ইউনিয়নে আমরা এই টুর্ণামেন্ট শুরু করা হয়েছে। খেলার পাশাপাশি সমাজ থেকে নানা অপকর্ম মাদক ও ইভটিজিং থেকে দুরে থাকতে আমাদেরকে সজাগ থাকতে হবে। পড়াশুনার সাথে নিজেদের প্রতিভা বিকাশ করে ভাল খেলোয়াড় হয়ে জাতীয় মানের কোন খেলোয়াড় এই ইউনিয়ন থেকে বের হয়ে আসুক সেই কামনা করছি।