শেরপুরের নালিতাবাড়ীতে এক প্রবাসীর গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে মজিবর রহমান (৪৮) নামে এক অবসর প্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিশিগিরিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিশিগিরিপাড়া গ্রামের বাসিন্দা অব. সেনা সদস্য মজিবর রহমান তার প্রতিবেশি এক প্রবাসীর গৃহবধূকে বেশ কিছুদিন যাবত কু-প্রস্তাব প্রস্তাব দিয়ে আসছিল। কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় মজিবর সবসময় ওই গৃহবধূকে মোবাইলে ফোন করে এবং ক্ষুদে বার্তা পাঠিয়ে উত্যক্ত করত। একপর্যায়ে অতীষ্ট হয়ে ২৮ এপ্রিল ওই গৃহবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করে। এরই প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মজিবরকে তার নিজ বাড়ি গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।