You dont have javascript enabled! Please download Google Chrome!

নালিতাবাড়ীতে খ্রিস্টানদের জুবলী উৎসব উদযাপিত

‘ধন্যবাদ প্রশংসা তোমারই প্রভু’ এই মুলসুরের উপর ভিত্তিকরে নানা আয়োজনের মধ্যদিয়ে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী সাধু লিও’র খ্রিস্টান ধর্মপল্লীর প্রতিষ্ঠার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী জুবলী উৎসব (হীরক জয়ন্তী উৎসব) বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে সমাপ্ত হয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দু’দিনব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিন বৃহস্পতিবার ৭৫টি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। পরে রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম. চিরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রেভারেন্ট ফাদার শিমন হাচ্ছা, রেভারেন্ট ফাদার ফিদেলিস নেংমিনজা, সাইলেশিয়া স¤প্রদায়ের প্রভেশিয়ান সিস্টার লুদমেরী। এসময় বক্তারা সাধু লিও’র ধর্মপল্লী প্রতিষ্ঠার ৭৫ বছরের নানা কাহিনী তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ফা: হিউবার্ট গমেজ, ফা: অঞ্জন জাম্বিল, ফা: শেখর সিএসসি, ফা: সুবল কুজুর, ফা: জুস, ফা: সুনির্মল, বিভিন্ন ধর্মপল্লী সিস্টার ও শতশত খ্রিস্টভক্তগন।

এর আগে গতকাল বুধবার বিকেল ৩টায় খ্রিস্টধর্মাবলম্বী গারোদের বাদ্যযন্ত্র নাগ্রা, ক্রাম, দামা, আদুরী ও আতশবাজীর মাধ্যমে জুবলী উৎসবের উদ্বোধন করেন বিশপ পনেন পৌল কুবি সিএসসি।

উল্লেখ্য, এদেশে খ্রিস্টধর্ম প্রচারের জন্য বিগত ১৯৪২ সালে তৎকালীন খ্রিস্টভক্তরা বারমারীতে সাধু লিও’র নামে এই খ্রিস্টধর্মপল্লীটি প্রতিষ্ঠা করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!