শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারস্থ মেসার্স সরকার কম্পিউটার দলিল লেখক অফিস সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসের কারণে অতিদরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সোমবার (২৭ এপ্রিল) সাকালে শেরপুর জেলা কৃষক লীগের ভুমি বিষয়কস ম্পাদক এবং নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির সদস্য মো. শামশাদ আলম সরকার তার নিজ তহবিল থেকে নগদ অর্থ বিতরন করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঘোষিত ও তার নির্দেশনায় সাবেক কৃষিমন্ত্রী অগ্নিকন্যার বেগম মতিয়া চৌধুরী এমপি নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক বাবু গোপাল চন্দ্র সরকারের পরামর্শে এ অর্থ বিতরন করা হয়।
এতে ১২০ জনকে ২০০ শ করে নগদ আর্থিক সহায়তা প্রদান হয়।
এসময় উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মনোজ সরকার, রেজাউল করিম মানিক, প্রচার সম্পাদক লাঁল মিয়া, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা আওয়ামী মৎস্য জীবি লীগে সদস্য, আবু তালেব এবং মিজানুর রহমানসহ ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, মৎস্য জীবি লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।