নালিতাবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) এর আওতায় খরিপ-২/২০১৭ মৌসুম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর বুধবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার উত্তর কাপাসিয়া এলাকায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ওই মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে পৌরসভার মেয়র মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন এবং চার শতাধিক স্থানীয় কৃষক-কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।