শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে ৮ জানুয়ারী সোমবার দুপুরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর বরাদ্ধকৃত ৩৫০ টি শীতের কম্বল দরিদ্র অসহায়দের মাঝে বিতরন করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো: আজাদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, সুলতান আহমেদ প্রমুখ। এ সময় কৃষিমন্ত্রী মুঠোফোনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।