শেরপুরের নালিতাবাড়ীতে আবারো পারিবারিক কবরস্থানের কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শেকেরকুড়া গ্রামে গতকাল সোমবার (১২ নভেম্বর) গভীররাতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় ঘটনাটি লাশের স্বজন আব্দুল করিম মিয়ার নজরে আসে। চুরিকৃত কঙ্কালটি হলো ৮ মাস আগে মারা যাওয়া ওই গ্রামেরই আশ্রব আলীর।
লাশের স্বজন আব্দুল করিম মিয়া জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি কবরস্থানের পাশ দিয়ে মাছ মারতে মাঠে যাচ্ছিলেন। এ সময় দেখেন কবরের মাটি খুড়া ও বাঁশ ওঠানো। পরে কাছে গিয়ে দেখেন কাফনের কাপড় আছে কিন্তু লাশের কঙ্কাল নেই। ঘটনাটি জানাজানি হলে উৎসুক মানুষ ওই কবরটি দেখতে আসে। এদিকে, গত ৩ নভেম্বর ওই গ্রামেরই পার্শ্ববর্তী অপর একটি সামাজিক কবরস্থান থেকে সংঘবদ্ধ চোরচক্র আরো তিনটি কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আমরা সংঘবদ্ধ কঙ্কাল চোরচক্রকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনই ঘটনাস্থল পরিদর্শন করার জন্য একজন অফিসারকে পাঠাচ্ছি।