শেরপুরের নালিতাবাড়ীতে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ রানীগাঁও মাঠে স্থানীয় শাপলা স্পোর্টিং ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করেন।
এতে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০টি ঘোড়া অংশ নেয়। প্রথমে ৮ চক্করে ও দুই রাউন্ডে ‘কদমে ঘোড় দৌড়’ প্রতিযোগিতা সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় দফায় আরও দুই রাউন্ডে ৮ চক্করে ‘দাপুটে ঘোড় দৌড়’ প্রতিযোগিতা সম্পন্ন হয়। মোট ৪টি রাউন্ডে ২টি আইটেমে অনুষ্ঠিত খেলায় প্রথম স্থান অধিকারী বিজয়ীদের মাঝে ২টি ২০ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে ২টি স্ট্যান্ড ফ্যান এবং তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে ২টি মোবাইল ফোন উপহার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেককে অংশ গ্রহণমূলক উপহার দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। নারী ও শিশুসহ কয়েক হাজার দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করেন। এদিকে, খেলা উপলক্ষে বসেছিল গ্রামীণ মেলা।