শেরপুরের নালিতাবাড়ীতে গাছের ডালে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে মামুন নামে এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী মামুন ওই গ্রামের আব্দুল আলিমের দত্তক নেওয়া ছেলে। আজ রবিবার (২৫ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে শেরপুর জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মামুনের কাছে শনিবার সন্ধ্যায় ‘তুমি’ নামে সেভ করা একটি নাম্বার থেকে ফোন আসে। ফোন পাওয়ার পর সে ঘর থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি। রবিবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি জাম গাছের ডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে স্বজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে ওই নাম্বারটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আত্মহননের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ফোনকলের সাথে আত্মহত্যার সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।