শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া গ্রামে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের মাদক বিরোধী আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) রাত সাতটার দিকে অভিযান চালিয়ে মিয়া হোসেন (২৮) নামের এক যুবককে ২৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১০ হাজার ৮শ টাকা। সে ওই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
ময়মনসিংহের মুক্তাগাছার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম ও ইন্সপেক্টর খন্দকার বাবুল আক্তার যৌথভাবে এতে নেতৃত্ব দেন। পরে রাতেই মিয়া হোসেনকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (১৫ মার্চ) মিয়া হোসেনকে শেরপুর আদালতে প্রেরন করা হবে।