শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, আইপিডিএস’র সহযোগিতায় রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবস পালন উপলক্ষে সকালে সহকারি কমিশনার (ভূমি) লুবনা শারমীনের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিনের সভাপতিত্বে ও ক্লোডিয়া নকরেকের সঞ্চালনায় আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ও সনাক সভাপতি এনএম সাদরুল আহসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এস এম আতিকুর রহমান সুমন। এছাড়াও বক্তব্য রাখেন সিমিয়ন ঘাগ্রা, অনন্যা সাংমা প্রমুখ।