“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এই শ্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ প্রঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে। পরে
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশার (ভূমি) জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি জোবায়দা খাতুন প্রমুখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।