‘শান্তি সম্প্রীতির স্বার্থে বিশ্বস্ততা’ এই মুল সুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী খ্রিষ্টান মিশন মিলনায়তনে ২৬ সেপ্টেম্বর বুধবার সকালে ময়মনসিংহ আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে আন্তঃধর্মীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে কমিশনের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক ফরিদ আহাম্মদ দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিশনের সাধারন সম্পাদক রেভাঃ ফাদার সিমন হাঁচ্ছা, মনিন্দ্র চিরান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুসলমান ধর্মের প্রতিনিধি আলহাজ্ব আব্দুস সবুর মিয়া, আলহাজ্ব জমশেদ আলী, হিন্দু ধর্মের প্রতিনিধি অশোক হাজং ও পালপুরোহিত পাষ্টার প্রীতি চিসিম। এতে মুসলিম, খ্রিষ্টান ও হিন্দু ধর্মের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ গ্রহন করেন। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির দেশ। এখানে যে যার যার ধর্ম পালন করছে এবং এদেশে সকল ধর্মের লোকজন শান্তিপুর্নভাবে সহাবস্থান করছে।
শেরপুর টাইমস/ বা.স