শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোশারফ হোসেনের পক্ষে আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া, মিলাদ মাহফিল ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত উপজেলা চেয়াম্যান পদ প্রার্থী ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, প্রচার সম্পাদক সুরুজ্জামান, রুপনারায়ন কুড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য জাহেদ আলী প্রমুখ।
এতে বক্তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষে দোয়া কামনা ও ভোট প্রার্থনা করেন। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে তবারক বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ করুনী, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, শহর যুব লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু ও উপজেলা অওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নালিতাবাড়ী উপজেলায় আগামী ২৪ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।