শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অগ্নিকান্ডে ৫টি দোকান ও একটি বসতঘরের সকল সম্পদ ভস্মীভূত হয়েছে।
আজ সোমবার ভোররাতে পৌর শহরের উত্তর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক ভোর ৫টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে কোন এক দোকানে আগুন লেগে যায়। এতে আবির এন্ড আমির এন্টারপ্রাইজ, মা ট্রেডার্স, জয় শ্রী জুয়েলার্স, রুবেল ট্রেডার্স ও ফাহিম ফ্যাশনে আগুন ধরে।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসি প্রায় এক ঘন্টা চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৫টি দোকান ও একটি বসতঘরের সব মালামাল ভস্মীভূত হয়।
শেরপুর জেলা ফায়ার বিগ্রেডের উপ-পরিচালক আবুল বাশার বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই ৫টি দোকান ও একটি বাসাবাড়ির আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।