বাংলাদেশ আওয়ামী লীগের নালিতাবাড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন ডা. বিল্লাল হোসেন চৌধুরী। ৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে জেলা আ.লীগের সভাপতি আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়।
এর আগে গত ১৭ নভেম্বর উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেরপুর জেলা আ.লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলনে মোস্তফা কামালকে সভাপতি ও ওয়াজ কুরুনিকে সাধারণ সম্পাদক করে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা। পূর্ণাঙ্গ কমিটিতে প্রচার সম্পাদক পদে ডা. বিল্লাল হোসেন চৌধুরী মনোনীত হন।
তিনি বর্তমানে ২নং নন্নী ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক নির্বাচিত সদস্য ছিলেন। একই সাথে তিনি ২নং নন্নী ইউনিয়ন পরিষদের সফলতার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য- ২০১৫ সালে ৩রা এপ্রিল সম্মেলনের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটি হয়। ওই সময় কমিটির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফজলুল হক।