শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিও’র খ্রিস্টান ধর্মপল্লীর পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) দিনব্যাপী ধর্মপল্লী মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এতে পদাধিকার বলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ১০৭ ভোটের মধ্যে ছাতা প্রতিক নিয়ে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুচিত্রা চিছাম। তার নিকটতম প্রতিদ্বন্ধি চেয়ার প্রতিক নিয়ে বন্দনা চাম্বুগং পেয়েছেন ৩১ ভোট। একই পদে মোমবাতি প্রতিক নিয়ে মি. জন মাংসাং পেয়েছেন ২৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মি. ফ্রান্সিস চাম্বুগং, সহ-সাধারণ সম্পাদক পদে মি. রেমন্ড ম্রং ও কোষাধক্ষ্য পদে মি. বিন্নামিন ম্রং নির্বাচিত হয়েছেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারী, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রেভান্টে ফাদার প্রদীপ ম্রং, সিস্টার মারিয়া জেংচাম, সিস্টার ইতি, পর্যবেক্ষক হিসেবে রেভারেন্ট ফাদার যোসেফ চিসিম, রেভারেন্ট ফাদার বিপুল দাশ ও রেভারেন্ট ফাদার জয়ন্ত রাকসাম উপস্থিত ছিলেন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসাসিয়েশনের চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা।