শনিবার (৩১ মে) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার চান্দের নন্নী এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি চান্দের নন্নী গ্রামের আবুল কাসেমের পুত্র।
থানা পুলিশ জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলসপাড় ইউনিয়নের চান্দের নন্নী এলাকায় মনিরুল ইসলাম মনিরের বসতঘরে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।