শেরপুরের নালিতাবাড়ীতে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের অপরাধে ১৮ জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিন পরীক্ষার কক্ষে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ৭ জন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্রে এসব শিক্ষার্থীদের বহিষ্কার ও শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সুত্র জানায়, নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্রের পরীক্ষা চলাকালীন সময়ে ১৫ জন দাখিল পরীক্ষার্থীর কাছে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন পাওয়া যায়। একই সময় ৩ জন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। পরে পরীক্ষায় দায়িত্বরত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলিশায় রিছিল ১৮ জন শিক্ষার্থীকে অসাধুপায় অবলম্বনের অপরাধে বহিষ্কার করেন। একই সাথে পরীক্ষার কক্ষে দায়িত্ব পালনে অবহলোর দায়ে ৭ জন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেন ইউএনও।
এরমধ্যে উপজেলার কলসপাড় দাখিল মাদরাসার ৫ জন, গেরামারা দাখিল মাদরাসার ৫ জন, তারাগঞ্জ ফাজিল মাদরাসার ১ জন, পোড়াগাঁও দাখিল মাদরাসার ২ জন, দক্ষিণ রাণীগাঁও দাখিল মাদরাসার ২ জন ও কালাকুড়া দাখিল মাদরাসার ১ জন, মরিচপুরান দাখিল মাদরাসার ১ জন ও বাদলাকুড়া দাখিল মাদরাসার ১ জনসহ মোট ১৮ জন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই কেন্দ্রের ৭ জন শিক্ষককে তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইলিশায় রিছিল বলেন, চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।